ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় জমি সংক্রান্ত জেরে লোকজন নিয়ে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর করেরগাঁও আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে মাজেদা বেগম(৬২) নামে একজন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মাজেদা বেগম বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে সোমবার (১২ জুন) দুপুর ১টার দিকে জসিম উদ্দীন জসু ও অপুর নেতৃত্বে ২০-৩০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বাড়ির বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও লুটপাট করে।
এছাড়া প্রতিপক্ষের হামলায় প্রায় ১লক্ষ টাকা ক্ষতি হয়েছে। দখল করা জমি নিয়ে মামলা চলমান আছে বলেও দাবি করেন মাজেদা বেগম। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারে সদস্য গাজি আহামেদ উল্লাহ মাসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জমিস উদ্দিন হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অস্বীকার করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
বার্তাবাজার/রাআ