কক্সবাজারের টেকনাফে তাহমিনা (৮) নামের এক শিশু হত্যার ঘাটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহবাজন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবী কানের দুলের লোভে শিশুটিকে হত্যা করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাংগরপাড়া লালুর দোকানের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত নুর হাফেজ ও আল কামাল ওই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দীন।
শিশুর বাবা মো. জলিল জানায়, তাহমিনা আক্তার শনিবার সকালে স্থানীয় এরশাদুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরবর্তী সময়ে রাত আটটার দিকে ডাঙ্গরপাড়া রাস্তার ওপরে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহের খোঁজ পেয়ে পুলিশকে জানানো হয়। তার অভিযোগ, কানে থাকা স্বর্ণের দুলের জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, শনিবার রাতে শাহপরীরদ্বীপের ডাঙ্গরপাড়ার লালুর দোকান সংলগ্ন রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বার্তাবাজার/এসএম