জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টির সামনের সড়কে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়টির বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ,শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষক এনামুল হককে পদত্যাগের দাবি জানায় তারা।

বিদ্যালয়টিতে অনুপস্থিত প্রধান শিক্ষক এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

 

বার্তাবাজার/এসএম