ঢাকার সাভার উপজেলাধীন ১২টি ইউনিয়নের জনসেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে ৫ জনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১০২ (১) এর অধীন জারীকৃত পরিপত্রের আলোকে গৃহীত অফিস আদেশ দ্বারা বিষয়টি নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ এর অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আত্মগোপনে চলে যান। ফলে কর্মস্থলে তাদের ধারাবাহিক অনুপস্থিতিতে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা ইত্যাদি বিবেচনায় ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা প্রদান অব্যাহত রাখার জন্যই উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ দ্বারা জানা গেছে, সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, তেঁতুলঝোড়া, বনগাঁও ও কাউন্দিয়া- এই ৮টি ইউনয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া, পাথালিয়া, সাভার সদর, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নির্বাচিতরা হলেন – মো: জহিরুল ইসলাম (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৪ নং ওয়ার্ড, পাথালিয়া), মো: আরিফ হোসেন (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৭ নং ওয়ার্ড, সাভার সদর), হাজী রিয়াজ উদ্দিন (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৩ নং ওয়ার্ড, আমিনবাজার) এবং মো: জাকির হোসেন (প্যানেল চেয়ারম্যান-১, সদস্য ৮ নং ওয়ার্ড, ভাকুর্তা)।

বার্তাবাজার/এমআই