গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় ফুলপুরে আনন্দ মিছিল বের হয়েছে সংগঠনটি।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদের ব্যানারে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কর্মীরা পৌর এলাকায় এই আনন্দ মিছিল করেন।

আনন্দ মিছিলে উপস্থিতি ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি এম.ওয়াসেক বিল্লাহ সিয়াম,সাধারণ সম্পাদক শাহাদত হোসেন,যুব অধিকার পরিষদের ফুলপুর উপজেলার সভাপতি আজহারুল ইসলাম,মোঃ শরীফ আহমেদ,গণ অধিকার পরিষদের ফুলপুর উপজেলার আহবায়ক মোঃ লোকমান হেকিম,সদস্য সচিব মো: রাশেদুল ইসলাম রাশেদ ও আনোয়ারুল ইসলাম। শ্রমিক অধিকার পরিষদের শরীফ উদ্দীন ও হাসমত আলী প্রমুখ।এছাড়া এই আনন্দ মিছিলে ছাত্র, যুব, শ্রমিকসহ গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক কর্মী সমর্থক অংশ নেয়।