ময়মনসিংহের ভালুকায় আল- কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০(সেপ্টেম্বর) ২০২৪ ইং (শুক্রবার) বাদ আছর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি তমিজ উদ্দিন এর সভাপতিত্বে ও সংগঠনের চেয়ারম্যান মুফতি হাবিব জিহাদীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।

আরোও বক্তব্য রাখেন,মাওলানা শরিফুল ইসলাম,জেলা যুব আন্দোলন নেতা মাওলানা ইলিয়াস আমিনী, মাওলানা মনির হোসেন,মাওলানা আতাউর রহমান,প্রভাষক জাহান আশারাফ, সংগঠনের মুখপাত্র আব্দুল্লাহ আনছারী আকরাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,যুবনেতা নুরে আলম হবি,মিয়াজ আহমেদ,কাউসার আহমেদ, মোহাম্মদ উল্লাহ আলম,আ.আজিজ, মাওলানা কাইয়ুম, রাফি,বোরহান,সজীব,আরিফ,আরাফাত,ছানী,কালাম
,কাব্য, হিমেল, ইয়াসির আরাফাত প্রমুখ।

উক্ত সম্মেলনে মাওলানা আবু মুহাম্মদ আ.কাইয়ুম কে সভাপতি, শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আরাফাত সানি ও আরিফুর রহমান,সালমানুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।