বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান বলেছেন, বিএনপি এখন যে কার্যক্রম গুলো করছে সেটা দেখে তো আমি অবাক।

আমেরিকা কেন ভিসা নীতি বিএনপি’র উপর এখনো প্রয়োগ করছে না এবং আমেরিকায় যারা এই ভিসা নীতি প্রনায়ন করেছে তাদের আহবান জানাবো আপনারা দয়া করে এখন বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেন। কারণ তারা এখন নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন করার বিরুদ্ধে কাজ শুরু করছে।

রোববার (১৮ জুন) মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় শাজাহান খান আরও বলেন, আমরা নির্বাচন করবো, সুষ্ঠ শান্তিপূর্ণ অবাধ করার দায়িত্ব সরকারের। সেই সরকার দায়িত্ব নেবে কিভাবে সুষ্ঠ অবাধ, নিরপক্ষ, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অবাধ, নিরপক্ষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে হয় সেই কার্যক্রম আমরা গ্রহণ করবো।

এ সম্মেলনে বদরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া আকন্দর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক (একাংশ) সাহাবুদ্দিন শাহা মিয়া, এমপির সদর প্রতিনিধি শিবু খান, জেলা আওয়ামী লীগের সদস্য শাকিলুর রহমান সোহাগ তালুকদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

বার্তাবাজার/রাআ