ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক (এফএইচ) মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।তার পরিচয় যেই হোক না সে হত্যাকারী। এমন বিচার করতে হবে যাতে কেউ এরকম ঘটনা আর না ঘটাতে পারে। দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় বাসিন্দা মাওলানা ওদুদ হোসেন,বশির হোসেন,সিরাজুল ইসলাম,ব্যবসায়ী ইসমাইল মিনা, ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমিন হোসেন, কলেজ শিক্ষার্থী নাজমুল হাসান টিটু প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে রাতে কয়েক দফায় নির্যাতন করে, পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে।