মাগুরার মহম্মদপুরে একটি নির্মাণাধীন বিদ্যালয় থেকে মন্নু মোল্যা (২২) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্নু মোল্যা মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ওহিদ মোল্যার ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মহম্মদপুর উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলমান ছিল।গত মঙ্গলবার মন্নুর আপন মামা কাঞ্চন বিশ্বাসের সাথে কাজে যোগ দেন। বৃহস্পতিবার রাতে মন্নু ও মামা কাঞ্চন বিশ্বাস রাতের খাবার খেয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। খুব ভোরে কাঞ্চন বিশ্বাসের ঘুম ভাঙার পর তিনি মন্নুকে বিছানায় না পেয়ে বাইরে আসেন। এ সময় একটি রুমে দরজা খোলা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন মন্নু গলায় রশি অবস্থায় জানালার সাথে ঝুলে আছে। পরে মহম্মদপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মন্নুর মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল বলেন, এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।