গণমাধ্যমকর্মীদের দীর্ঘ দিনের কিছু দাবি দাওয়া রয়েছে। বাংলাদেশে কিভাবে একটি স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে এবং সেটার জন্য যে আইন ও নীতিমালা সংস্কার প্রয়োজন গণমাধ্যম সংস্কার কমিশন সে প্রস্তাবনা দিবে ও রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদে বন্যাদুর্গতদের সাথে মতবিনিময় ও ত্রানসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবকের হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে।যারাই এ ধরণের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কে কোন দল বা মত তা দেখা হবে না।
এসময় তিনি বলেন, ইন্টারনেটের দাম কমানো ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ তৈরীর বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চলছে। এটি জনগনের কাঙ্খিত দাবি। অচিরেই তা পূরণ করা হবে।
এসময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ সহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমআই