বাংলাদেশে অলাভজনক ও পরিবেশবাদী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে আর্কিটেক্ট অব নেচার’স ইনোভেশন আউটলুক এন্ড নেটওয়ার্কিং (অ্যানায়ন)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে অ্যানায়নের অনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, অ্যানায়নের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মোকলাসুর রহমান (দোলন) এবং বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অ্যানায়ন সম্পর্কে মো. মোকলাসুর রহমান (দোলন) বলেন, সংস্থাটির মূল উদ্দেশ্য বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে যে কেউ যুক্ত হতে পারবেন। যেকোনো পেশার যেমন শিক্ষক, সচেতন বা অসচেতন নাগরিক, চাকরিজীবী ও শিক্ষার্থীরা পরিবেশের সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারবে। আমাদের সাথে কাজ করতে হলে স্বেচ্ছাসেবীদের মাঝে নিজের উপর আত্মবিশ্বাস, সৃষ্টিশীল, ভালো চিন্তা, শৈল্পিক এবং একটি স্বাস্থ্যকর পৃথিবী নির্মাণের স্বপ্ন থাকতে হবে। আমাদের ভিশন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া।

অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক বলেন, সংগঠনটি অনেক গুলো বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু এই বিষয়গুলোর ব্যাপ্তি অনেক বড়। তাই বেশি সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করতে হবে। আমাদের ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস গঠন করতে হবে। তিনটি আর (রিইউজ, রিসাইকেল ও রিডিউস) মেনে পরিবেশ সুরক্ষায় কাজ করতে হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য স্থিতিশীল বিশ্ব নির্মাণে সচেতন হতে হবে। আমাদের জীবন ও সম্পদ এমন ভাবে ব্যয় করতে হবে যাতে পরবর্তী প্রজন্ম সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। জীবন ধারণ করতে হলে বর্জ্য উৎপাদন হবেই কিন্তু আমাদের সচেতন হতে হবে যাতে সর্বনিম্ন পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়।

বার্তাবাজার/এমআই