গত ২০ আগস্ট থেকে ফেনী থেকে নেমে আসা বানের পানি ও ভারি বৃষ্টিপাতের কারণে নোয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতা এখনও অব্যহত রয়েছে। আর এ জলাবদ্ধতার কারণে এখনও পানি বন্দি প্রায় ১১লাখ ৫৫হাজার মানুষ। মানুষের এ দূর্ভোগ নিরসনে নোয়াখালীর বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করেন তারা। এতে গণঅধিকার পরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রশাসনে নাকের ডগায় জেলা শহরের ওপরে যে ছাগলামারা খাল ও বকশি মিঝির পোলের মুখে খালের ওপর বহুতল ভবন নির্মাণের কারণে দুটি খালের অস্তিত্ব বিলিন হয়ে গেছে। দীর্ঘদিন বছর ধরে এ খালগুলোতে যে পরিমাণ দখল হয়েছে এতে খালগুলো কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই। অতিতে যে প্রভাবশালীরা এ খালগুলো দখল করেছে তখনও তা উচ্ছেদ করেনি প্রশাসন আর অজ্ঞাত কারণে এখনও উচ্ছেদ হচ্ছে না। এছাড়া কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের রিকশাওয়ালার দোকান এলাকায় নোয়াখালী খালের মুখে বাঁধ নির্মাণ’সহ জেলার বন্যা কবলিত ৮টি উপজেলার বিভিন্ন ছোট-বড় সকল খাল অবৈধ ভাবে দখল করে রাখার কারণে দীর্ঘ এক মাসেও নোয়াখালীর জলাবদ্ধতা নিরসন হচ্ছে না।
বক্তারা আরও বলেন, এ বিষয়ে নতুন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে তারা দেখা করে বিষয়টি অবগত করেছেন। একইসাথে জেলাবাসিকে এ জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত খালগুলো দখল মুক্ত করে এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার আহবান জানিয়েছেন। আগামি এক সপ্তাহের মধ্যে খালগুলো দখলমুক্ত করে পানি নিস্কাসনের ব্যবস্থা না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার কথাও জানান আন্দোলনকারীরা।
বার্তাবাজার/এমআই