কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে একটি ওয়ান সুটার গান ও হিরোইন সহ ইকরামুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবিষয়ে শুক্রবার সকালে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে একটি মামলা করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ কবরস্থান এলাকা থেকে একটি দেশীয় ওয়ান সুটার গান ও ভারতীয় ০.০২৫ গ্রাম হিরোইন সহ তাকে আটক করে কুষ্টিয়া ৪৭ বিজিবির পশ্চিম ধর্মদহ বিওপি। তার কাছে থাকা ১ টি বাটন মোবাইল ও আটক কৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫১ হাজার ৮৫০ টাকা। শুক্রবার সকালে ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: মাহাবুব মুর্শেদ রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
মামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সীমান্ত থেকে বিজিবি একটি ওয়ান সুটার গান ও হিরোইন উদ্ধার করেছে এসময় একজন আসামি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এবিষয়ে দৌলতপুর থানায় একটি মাদক ও অস্ত্র আইনে মামলা করেছে বিজিবি।
বার্তাবাজার/এমআই