খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আদিবাসী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ইন্ডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইট) গিয়ে শেষ হয়। পরে তারা প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন।
বিকেল ৪টা ২০মিনিট হতে ৪টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করো রাখেন তারা। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হলেও অবরোধ চলাকালে জরুরি পরিষেবার গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পার্বত্য চট্টগ্রামে ‘হত্যা’ বন্ধ করতে হবে, অবিলম্বে সেনাশাসন প্রত্যাহার করতে হবে, বাঙ্গালিদের পূনর্বাসন বন্ধ করতে হবে, অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি পুর্নাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, সাম্প্রদায়িক হামলাকারী, উস্কানিদাতা, অগ্নিসংযোগকারী, লুন্ঠনকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারোর আওতায় আনতে হবে এবং আদিবাসী গণহত্যায় নেতৃত্বদানকারী বিচারের আওতায় আনতে হবে।
বার্তাবাজার/এমআই