দেশে বেকারত্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শরীয়তপুর-ঢাকা সড়কের সামনে এ জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী।

এসময় বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব শাহজালাল, মো. জুয়েল, যুব অধিকার পরিষদ নেতা কাউসার আহমেদ, সরদার আল আমিন,হান্নান দেওয়ান,আরিয়ান আহমেদ প্রমূখ।
এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমআই