আনন্দ-উল্লাসে আয়োজিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের জমজমাট ক্রীড়া সপ্তাহ। উদ্দীপনাময় এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের রূপ নেয় মার্কেটিং বিভাগ।

গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ই সেপ্টেম্বর) মার্কেটিং বিভাগের নিজস্ব সংগঠন ‘মার্কেটিং ক্রু’ সদস্যদের তত্বাবধানে ক্রীড়া সপ্তাহের প্রথমাংশের ইনডোর খেলা আয়োজিত হয়। এই আয়োজনের পাশে ছিলো বিভাগের ১৫, ১৬ ও ১৭তম আবর্তন তিন ব্যাচের প্রায় নব্বই জন শিক্ষার্থী। মার্কেটিং বিভাগের প্রভাষক ও মার্কেটিং ক্রু স্পোর্টস উইংয়ের উপদেষ্টা জনাব কুমার বিশ্বজিৎ সাহা এবং মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে পরিচালিত এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। সুস্থধারার ক্রীড়া, সংস্কৃতি চর্চা ও প্রতিযোগিতার মনোভাবে স্পোর্টস উইককে আনন্দময় ও আকর্ষণীয় করে তোলে শিক্ষার্থীরা।

আকর্ষণীয় খেলার তালিকায় ছিল দাবা, লুডো, হাঁড়িভাঙা, গোলক নিক্ষেপ, মারবেল দৌঁড়, কাঁনামাছি, চেয়ার যুদ্ধ এবং বালিশ যুদ্ধ ইত্যাদি। এসব খেলা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি মজার অভিজ্ঞতা এনে দেয়। দাবা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বুদ্ধি ও কৌশল দিয়ে প্রতিপক্ষকে হারানোর চেষ্টা করে, যেখানে তারা নিজেদের মেধার পরীক্ষা দেয়। অন্যদিকে, হাঁড়িভাঙা ও মারবেল দৌঁড় ছিল শারীরিক সক্ষমতা যাচাইয়ের মজার অংশ। সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে বালিশ যুদ্ধ এবং চেয়ার যুদ্ধ ছিল অন্যতম। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং দর্শক উভয়ের মধ্যে ছিল উচ্ছ্বাসের বন্যা।

শিক্ষার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দেন মার্কেটিং বিভাগের সম্মানিত শিক্ষকগণ, যারা নিজেরাও বিভিন্ন খেলায় অংশ নেন। তাদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য এক বাড়তি উৎসাহের উৎস হয়ে ওঠে। শিক্ষকদের এই অংশগ্রহণ শিক্ষার্থীদের মনে প্রেরণা জাগিয়ে তোলে এবং গড়ে তোলে শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে মার্কেটিং পরিবারের নিবিড় সম্পর্ক।

মার্কেটিং বিভাগের প্রভাষক ও মার্কেটিং ক্রু স্পোর্টস উইং এর উপদেষ্টা জনাব কুমার বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমরা এমন কিছু দিনের স্বপ্ন দেখি, দিনটা আসুক আসুক বলে মনে অনেক উৎকণ্ঠা থাকে। হঠাৎ করে এমন দিনটাও ফুরিয়ে আসে। তবে সফল না হওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারি না। আমাদের দুই দিনের একটা স্পোর্টস উইক, এটিকেই মনে হয়েছে একটা বড় চ্যালেঞ্জ। দিনশেষে যখন সবার চোখে-মুখে ঊল্লাস দেখি, সেটিই আমাদের সফলতা।’ এসময় তিনি স্পোর্টস উইংয়ের ব্যবস্থাপনা ও তিন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ধন্যবাদ জানান।

মার্কেটিং বিভাগের প্রভাষক ও স্পোর্টস উইংয়ের সহ-উপদেষ্টা মাহমুদা আক্তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাদের মার্কেটিং বিভাগটা সচরাচর অন্য বিভাগ থেকে আলাদা। আমরা নিজেদেরকে একটু বেশিই ভালোবাসি। যতটুকু আমাদের আশা ছিলো তারচেয়ে অনেক বেশি আমরা পেয়েছি। সবার অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে সবার মাঝে যে উচ্ছাস দেখতে পেয়েছি, সেটি আমাদের বড় প্রাপ্তি।’

১৭তম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ হাসান খান প্রান্ত অনুভূতি প্রকাশ করে বলেন, ‘নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় আবারও যেন স্কুল জীবনে ফিরে গেলাম। খেলায় শিক্ষকদের অংশগ্রহণ আমাদের সাথে তাদের আন্তরিকতার বন্ধনকে আরও দৃঢ়ভাবে প্রকাশ করে।’

স্পোর্টস উইকের বিজয়ীদের মধ্যে চেয়ার যুদ্ধ ও কানামাছিতে ১৫তম ব্যাচের শিক্ষার্থী তামান্না জাহান, বালিশ যুদ্ধে মো. রিয়াজ, মারবেল দৌঁড়ে রাতুল রহমান, হাঁড়িভাঙায় সাব্বির মিয়া, গোলক নিক্ষেপে ১৭তম ব্যাচের আসিফ মিয়া এবং দাবায় জুনায়েদ হাসান খান প্রান্ত ১ম স্থান অর্জন করে। এছাড়া যৌথ বিজয়ী হিসেবে লুডো খেলায় ১৬তম ব্যাচের আশেক নাজিবুল্লাহ ও আব্দুল মোমেন, এবং ক্যারম খেলায় জাহিদ হাসান সাগর ও তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়।

স্পোর্টস উইকের প্রতিটি ইভেন্টেই ছিল বিজয়ী ও রানার্সআপের জন্য পুরস্কারের আয়োজন। মার্কেটিং ক্রু টিমের দক্ষ ব্যবস্থাপনা ও পরিকল্পনা এবং স্পোর্টস উইংয়ের নিবিড় তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় আয়োজনটি।