জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন। অন্যদিকে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেএম রিফাত হাসান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, তারা প্রত্যেকেই পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ১৯ সেপ্টেম্বর থেকেই তারা দায়িত্বভার গ্রহণ করবেন। তারা সকলেই বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাপন শাখা (কর্মকর্তা) আবদুল হালিম এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাবাজার/এমআই