উজানের পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সব নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এতে সুনামগঞ্জসহ সিলেট বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (১৮ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।’
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে এ অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকা ও তার কাছাকাছি উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে, এ সময় এ নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
বার্তা বাজার/জে আই