চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাকির হোসেন নামের দুবাইগামী এক যাত্রীকে বিমানের ভিতর থেকে আড়াই কোটি টাকা সমপরিমাণের রিয়াল ও দিরহাম সহ আটক করার কথা জানান কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ মাহফুজ আলম।

তিনি জানান, আটক জাকির হোসেন বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট (BS-343) যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিমের সদস্যরা বিমানের ভিতরে তল্লাশি চালিয়ে জাকির হোসেনের কাছ থেকে ৭,৭০,০০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল এবং ৪৬,০০০ ইউএই দিরহাম উদ্ধার করে। যার বাংলা টাকার পরিমাণ দাড়ায় প্রায় আড়াই কোটি টাকা।

তিনি আরও জানান, আটক জাকির হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রামগঞ্জ গ্রামে। তিনি বর্তমানে ঢাকার বংশালে শিক্কাটুলি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার প্রস্তুতি চলছে। তিনি মূলত অর্থ পাচার কাজে জড়িত চক্রের একজন সক্রিয় সদস্য।