জাতীয় পতাকার উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, পায়রা উড়ানো এবং কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনা মেডিকেল কলেজের (পিএমসি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ) সকালে কলেজের ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত ঘুরে আবারও প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে কলেজের মিলনায়তনে কেক কাটা হয়। এ সব কর্মসূচিতে নেতৃত্ব দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস।
এতে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা রঙ খেলায় মেতে ওঠেন। একে অপরকে রঙ মেখে উৎসবমুখরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।
এ সময় পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আখতারুল আলম (আজাদ), সাধারণ সম্পাদক ডা.সিরাজুল ইসলাম শুভ সহ শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমআই