সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ার প্রতিমা তৈরির কারিগরেরা। এবারের দূর্গাপূজা উৎসবমুখর করে তুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে জেলা পূজা উদযাপন পরিষদ।
আসন্ন ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ১২ অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। এবার দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে ফিরবেন ঘটকে করে।
ভদ্রঘাট পালপাড়া ঘুরে দেখা যায়, সরস্বতী, লক্ষী গণেশ, কার্তিক,দেবী দুর্গাসহ নানা ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন পালপাড়ার কারিগরেরা। রঙের কাজ বাকি থাকলেও যেন দম ফেলার ফুরসৎ নেই তাদের। এখন চলছে প্রতিমা তৈরির মূল কাঠামোর কাজ। কাজের চাপ বাড়তে থাকায় পুরুষের পাশাপাশি এ কাজে সহায়তা করছে গৃহবধূরাও।
এদিকে পালপাড়ার প্রতিমা তৈরির কারিগর শ্রীকান্ত পাল ও গৌতম পালসহ একাধিক কারিগররা বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভদ্রঘাট পালপাড়ায় কয়েক শ’ প্রতিমা তৈরি হচ্ছে। এসব প্রতিমা স্থানীয় উপজেলা, জেলাসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় সরবরাহ করা হবে। তবে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা বিক্রি করে খুব একটা লাভ হবে না। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার দাস বলেন, আসন্ন ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
উপজেলার চারটি ইউনিয়নে ১৩টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এবাবের দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্নে করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোহা.রেজাউল ইসলাম বলেন, প্রতি ন্যায় এবছরও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মন্ডপ গুলোতে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে।
বার্তাবাজার/এস এম