ঢাকার নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ জুন) বিকালে নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুর রহমান, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই হক, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আক্কাস আলী মোল্লা, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, নবাবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. হালিম, কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলায় প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকায় বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা থেকে ৫টি দল দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ উপজেলা দলকে হারিয়ে জয়ী হয়েছে কেরানীগঞ্জ উপজেলা দল।

বার্তাবাজার/এম আই