ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরহী মো: আদিল মিয়া (৩৩) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা মো: রুবেল মিয়া আহত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চিনাইরের নোয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আদিল মিয়া পৌর শহরের পুনিয়াউট এলাকার মৃত জাহের মিয়ার ছেলে। আদিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য৷
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন হৃদয় জানান, আজ দুপুরেও ভিডিও কলে আদিলের সাথে মোবাইলে কথা হয়। আমরা নতুন একটি ব্যবসা করবো বলে জায়গা নিয়ে হয়েছিল। বিকেলে আদিলের শশুরবাড়ির চিনাইর যাওয়ার পথিমধ্যে চিনাইর নোয়াবাড়ি অরক্ষিত রেলগেইট পার হওয়ার পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল নেতা আদিলের মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক ছাত্রদল নেয়া মো: রুবেল আহত হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে৷ মোটরসাইকেলটি উদ্ধার করেছি৷ নিহতের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন।