চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারী কিশোর গ্যাং লিডার মোঃ মিজানকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৭।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম।
তিনি জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাধিক অস্ত্রধারী দফায় দফায় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়। ওইদিন গুলিতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। ওই দিন চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে গ্রেফতার মিজান।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। গ্রেফতার মিজানের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।