৭১ টেলিভিশন ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম এর হত্যারকারীদের কঠোর শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুন) পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক রানা, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী,কাজী বাবলা ,অপু আহমেদ সহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা কারীদের কঠোর শাস্তির দাবি জানান।
বার্তাবাজার/এম আই