নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শোয়ার ঘর থেকে ফারজানা বেগম (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ জুন) সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ড শুল্যকিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ভিকটিমের স্বামী পলাতক রয়েছে। ফারজানা বেগম (২৮) উপজেলা চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ড শুল্যকিয়া গ্রামের মোঃ জাহেদ উদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানায়, ভিকটিমের স্বামী জাহেদ নদীতে মাছ ধরতে গেলে রাতে খাবার খেয়ে ঘরে থাকা শাশুড়ি সাথে কথা বলে নিজের শোয়ার কক্ষে ঘুমাতে যায়। সকালে শাশুড়ি ডাকতে গেলে তাহার লাশ ঝুলে থাকতে দেখে চিৎকার করিলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে বিষয়টি থানায় জানালে এস আই আব্দুস সালাম সঙ্গীয় পোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি জানান, ঘটনাস্থল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এম আই