পুলিশ কর্মকর্তার প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ফারুক হোসেন।


টনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ২শত ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

বার্তাবাজার/এমআই