জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন, ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুন এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মহান শিক্ষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঝিনাইদহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ব্যানারে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পোষ্ট অফিস মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সেসময় শিক্ষার্থীরা সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই ধারার বৈষম্যহীন গনতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠা করার লড়াইয়ের আহ্বান এবং ৬২ শিক্ষা আন্দোলন ও ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা এবং তাৎপর্য তুলে ধরেন।সেসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব ফারজানা ইয়াসমিন রিমা, জেলা সদস্য মেহেদী হাসান আসিফ, জেলা সংগঠক মোঃ জিহাদ হোসেন, ছাত্র ফ্রন্ট কেশব চন্দ্র কলেজ শাখার সংগঠক সৃষ্টি মজুমদার, ছাত্র ফ্রন্ট পলিটেকনিক কলেজ শাখার সংগঠক তামিম হাসান, ছাত্র ফ্রন্ট স্কুল শাখার সংগঠক মোঃ তাবিব সুলতান রাফসান প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, বাসদ জেলা সদস্য আছাদুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহ্বায়ক রুবিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কেশব চন্দ্র কলেজের সংগঠক নুসরাত জাহান সাথী।
বার্তাবাজার/এস এইচ