কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর মিছিল থেকে একটি মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার আলেম, শিক্ষার্থী এবং মাজারপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ১ জন নিহতসহ অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়।১৬ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উপলক্ষে জশনে জুলুসকে কেন্দ্র করে হকপন্থী আলেমদের সঙ্গে মাজারপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মীর মোহাম্মদ মিলন মিয়া নামে একজন নিহত হয়েছেন। নিহত মীর মোহাম্মদ মিলন মিয়া পূর্ব ছয়সূতির জমির উদ্দীন জাবু মীরের ছেলে। আজ সকালে এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়াসহ একটি মসজিদ ও একটি মাজার ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বার্তাবাজার/এসএম