সহিংস সংঘর্ষের জেরে ভারতের মনিপুরে প্রতিদিন চলছে মানুষের মৃত্যুর মিছিল। সারাদেশে সংখ্যালঘু মুসলিমদের উপরে চালানো হচ্ছে অকথ্য নির্যাতন। বন্যা কবলিত অঞ্চল গুলিতে বানভাসি মানুষদের মাঝে চলছে আহাজারি। এরই মধ্যে বাছুর প্রীতিতে মজেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। দেশের উল্লেখযোগ্য একটা অংশকে এভাবে দৈন্য দশার মধ্যে রেখে ‘বাছুর প্রীতি’ দেখানোর ঘটনায় চারিদিকে বইছে সমালোচনার ঝড়।
গরুর বাছুরটির নাম দেওয়া হয়েছে দীপজ্যোতি। মোদির সরকারি বাসভবনের একজন নতুন অতিথি হিসেবে পরিচয় করানো হচ্ছে এটিকে। আর তাকে নিয়ে রীতিমতো খেলাধুলা ও আনন্দে মজেছেন মোদি। যদিও ভালো নেই মনিপুরের বাসিন্দারা। ভালো নেই দেশটির সংখ্যালঘু মুসলিমরা।
এক্সে দেয়া ভিডিওতে দেখা যায়, মোদি বাছুরটিকে আদর করছেন। এর মাথায় চুমু খাচ্ছেন। বাছুরটিকে নিয়ে বাড়ির মন্দিরের সামনে বসে পূজা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, মোদির বাসভবনের গরু নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। সদ্য জন্ম নেয়া বাছুরটির সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতেছেন মোদি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে বাছুরের একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি মোদি নিজেই জানিয়েছেন।
এক্সে মোদি জানান, বাছুরটির মাথায় একটি সাদা দাগ রয়েছে। এর সঙ্গে আলোর সাদৃশ্য রয়েছে। তাই এর নাম রেখেছেন ‘দীপজ্যোতি’।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের ধর্মীয়গ্রন্থে বলা আছে— ‘গাভ : সর্বসুখ প্রদাহ। প্রধানমন্ত্রীর বাড়ি লোক কল্যাণ মার্গে নতুন সদস্য এসেছে। প্রধানমন্ত্রীর বাড়িতে গোমাতা নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। যেটির কপালে একটি সাদা দাগ রয়েছে। এ কারণে আমি গরুটির নাম দিয়েছি দীপজ্যোতি।
রনি ওয়াং নামে এক ভারতীয় প্রশ্ন তুলে লিখেছেন, সুন্দর বাছুরের জন্য এত ভালবাসা। কিন্তু ১৬ মাস ধরে মণিপুরের জ্বলন্ত সমস্যা, মণিপুরের (ভারতের একটি রাজ্য) মেইতি মানুষের জীবন নিয়ে কোনো চিন্তা নেই। আমরা মণিপুরীরা কি ভারতীয় বলে গর্ব করব?
মিনবয় খোঙসায় নামে অপর একজন ভারতীয় লিখেছেন, ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরের নাগরিকদের উপেক্ষা করা হয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পশুদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। তার বিদেশ সফর তার নাগরিকদের চেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এবং আপনার অনুগামীদের জন্য লজ্জিত যারা নিজেদেরকে সত্যিকারের ভারতীয় এবং ভারতীয় প্রেমিক বলে অভিহিত করে। আজ অবধি অকেজো প্রধানমন্ত্রী কিন্তু তাঁর অনুগামীরা এবং নিজেকে ভারতের সেরা প্রধানমন্ত্রী বলেছেন। আমি ক্যামেরার সামনে এসব নাটক দেখে ক্ষুব্ধ।
ফেসবুকে সমালোচনা করে কবির আহমেদ বুলবুল লিখেছেন, গরু রাজভবনে আর মানুষ ফুটপাতে। মোদির বাছুর প্রীতি দেখে ভারতীয়রা ভাবছে- ইস! যদি গরু-বাছুর ই হইতাম।
মাহমুদ নাসিম লিখেছেন, যারা গরু রক্ষা করার নামে মানুষ হত্যা করে; তাদের কাছে আসলে কতটুকু মানবতা আছে? আর এসব মায়া প্রদর্শনের কিইবা মানে আছে?
বার্তাবাজার/এসএম