ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অভিযানে ১ কোটি ২২ লক্ষ ২৩ হাজার ২শত টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে । এসব পণ্য মধ্যে রয়েছে শাড়ী ১২০ পিস, মোবাইল ডিসপ্লে ১ হাজার ৫৭৬ পিস এবং কসমেটিকস ৩ হাজার ৮ পিস। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিজিবি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় একটি বিশেষ অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশী করে এসব পণ্য জব্দ করা হয়।
এইসব জব্দকৃত পণ্য বিজিবির হেফাজতে রয়েছে।পরে তা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়া হবে।
বার্তাবাজার/এমআই