সরকারি নির্দেশনা থাকা সত্বেও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসটি পালিত হয়নি বলে অভিযোগ উঠেছে। অতি তাৎপর্যপূর্ণ দিবসটি পালিত না হওয়ায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্ম এবং ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’। দিবসটি উপলক্ষে সব মাদরাসায় হযরত মুহাম্মদ (সা) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এসংক্রান্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও মাদ্রাসাগুলোতে পৃথকভাবে চিঠি ও মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে। তবুও উপজেলার বিভিন্ন মাদ্রাসায় দিবসটি পালনে কোনধরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি।
সরেজমিনে বানা সড়ারকান্দী পরানপাড়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, দিবসটি পালনের নেই কোন আনুষ্ঠানিকতা। পতাকা উত্তোলন তো দূরে থাক মাদ্রাসা-ই খোলা হয়নি। এসময় মাসুম বিল্লাহ নামে মাদ্রাসাটির এক সহকারী শিক্ষকের সাথে কথা হয়। তিনি জানান, ‘আমাদের মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী দিবসটি পালন হওয়ার কথা ছিলো। কিন্তু মাত্র তিনজন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক উপস্থিত থাকার কারণে দিবসটি পালিত হয়নি।’ পরে মাদ্রাসাটির সুপার মো. লাবলু মিয়া মুঠোফোনে জানান, ‘বৈরী আবহাওয়া ও মুঠোফোনে চার্জ না থাকায় তিনি মাদ্রাসায় আসতে পারেনি। সেকারণে দিবসটি পালন করা হয়নি।’
উপজেলার শিয়ালদী আদর্শ আলিম মাদ্রাসা ও বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসা ঘুরেও একই চিত্র দেখা গেছে। দিবসটিতে কোন কর্মসূচির আনুষ্ঠানিকতা চোখে পড়েনি। পতাকাও উত্তোলন করা হয়নি। এমনকি এলাকার লোকজন মাদ্রাসাগুলোতে এ দিবসটি পালন করতে দেখেননি। এসময় শিয়ালদী আদর্শ আলিম মাদ্রাসায় গিয়ে কথা হয় জিহাদ মোল্যা নামে মাদ্রাসাটির নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি জানান, ‘আমাদের মাদ্রাসায় দিবসটি পালন হওয়ার কথা ছিলো। কিন্তু হুজুররা মাদ্রাসায় আসেনি বলে দিবসটি পালন হয়নি।’
বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসায়ও দিবসটি পালন করা হয়নি বলে আশিক শেখ ও হোসেন মোল্যা নামে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী বিষয়টি জানিয়েছেন। পরবর্তীতে বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসার সুপার এম এ শহীদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, ‘বৈরী আবহাওয়ার কারণে আজ (সোমবার) দিবসটি পালন করা হয়নি। তবে আগামীকাল মঙ্গলবার দিবসটি পালন করা হবে।’
একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদে মিলাদুন্নবী দিবসটি শিক্ষার্থীদের জন্য অধিক তাৎপর্যপূর্ণ। দিবসটি পালনের মাধ্যমে শিক্ষার্থীদের অনেক কিছু জানার আছে। কিন্তু দিবসটি পালনে সরকারি নির্দেশনা থাকলেও মাদ্রাসায় দিবসটি পালন করা হয়নি।’
জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বার্তা বাজার’কে জানান, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। এজন্য উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে চিঠি ও মুঠোফোনে বার্তা প্রেরণ করে অবগত করা হয়েছে। কিন্তু তারপরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি পালনের কোন উদ্যোগ গ্রহণ করেননি তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
বার্তাবাজার/এমআই