স্বস্তির যাত্রায় যাত্রীদের অন্যতম বাহন হলো ট্রেন। সড়কের যানজট আর তীব্র দূষণ থেকে মাঠঘাট পেরিয়ে গন্তব্যে ছুটে চলা এ বাহনটি অনেকের জন্য আবার রিফ্রেশমেন্টের জন্য অত্যন্ত পছন্দের। তবে এ বাহনটিতেও মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর অস্বাভাবিক নয়। প্রায় লাইনচ্যুত হয়ে পড়ার খবর সামনে আসে। এবার ‘পথ ভুলে’ এ বাহন নেমে গেছে চাষের জমিতে।
ভারতীয় সংবাদমাদ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লৌহ সড়কে রুচি নেই! তাই সুযোগ পেলেও লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ছে ট্রেন। দেশের নানা প্রান্তে একের পর এক ‘পথ ভোলা’ ট্রেনের কারণে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় এবার নবতম সংযোজন বিহারের গয়া। জেলায় এবার সোজা চাষের জমিতে নেমে গেছে ট্রেন। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে ট্রেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে কটাক্ষের মুখে পড়েছে ভারতীয় রেল।
জানা গেছে, ওয়াজিরগঞ্জ এবং কোলহনা স্টেশনের মধ্যে রঘুনাথপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। শুক্রবার লুপ লাইনে রেলের একটি ইঞ্জিন গয়ায় যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে খোলা মাঠে চলে এসেছে।
রেলসূত্র জানিয়েছে, দুর্ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানতে পেরে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। এরপর সেলফি উৎসবে মেতে উঠেন স্থানীয়রা।
বার্তাবাজার/এমআই