যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্ম এবং ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, রচনা, কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে বক্তব্য দেন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আকলিমা সুলতানা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল আলম ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কে এম আরিফুজ্জামান।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।
এদিকে একই দিন উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের নেতৃত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।