বাংলানিউজটুয়েন্টিফোর ডটকম- এর জামালপুর জেলা করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার সাংবাদিকবৃন্দ।

শনিবার (১৭ জুন) বিকেলে রায়পুরা থানা গেইটের সামনে রায়পুরা সাংবাদিক ঐক্য পরিষদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখা ও নরসিংদীর সকল সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রায়ই সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু তার কোন বিচার হচ্ছে না। আজ সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় জামালপুরের সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। তাই সাংবাদিক নাদিম হত্যায় জড়িতের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

মানববন্ধনে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক দেশ রুপান্তর এর প্রতিনিধি মো: মনিরুজ্জামান মনির, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি আমাদের অর্থনীতি প্রতিনিধি হারুন অর রশিদ, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর রিপোর্টার মোস্তফা খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ সংবাদদাতা অজয় সাহা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের রায়পুরা প্রতিনিধি আব্দুল কাদির বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মাইনউদ্দিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, সাবেক সভাপতি দৈনিক নওরোজ এর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম লিটন মোহনা টেলিভিশন প্রতিনিধি বীনা বেগম, যুগান্তর এর রিপোর্টার প্রণয় ভৌমিক প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি দৈনিক সংবাদ এর প্রতিনিধি সাধন দাস, ডেইলি অবজারভার প্রতিনিধি তন্ময় সাহা, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি এম আজিজুল ইসলাম, দ্যা ডেইলি পোষ্ট এর উপজেলা করেসপন্ডেন্ট তাসলিমা আক্তার, আলোকিত প্রতিদিন এর প্রতিনিধি পারভেজ মোশারফ, দৈনিক ভোরের পাতা রিপোর্টার শফিকুল ইসলাম, সাংবাদিক ইতি খানম, শাহাদাত হোসেন, রোমান পথিক, শাহিনুর বেগম, আলমগীর পাঠান, শাহরিয়ার পরাগ, আশিকুর রহমান সৈকত সহ বিভিন্ন উপজেলার অন্যান্য সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দ।

বার্তা বাজার/জে আই