ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস।
রবিবার (১৫ সেপ্টেম্বর) তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ বলেন,একটি কঠিন সময়ে দায়িত্ব নিতে হল। অবস্থা খুবই জটিল। সবার সহযোতিতা ফেলে আমরা কলেজটাকে স্থিতিশীল পর্যায়ে আনতে পারব,সুন্দরভাবে চালাতে পারব। এই জন্য সবার সহযোগিতা প্রয়োজন ।
বার্তাবাজার/এস এইচ