ময়মনসিংহের ফুলপুরে মাদক ও জুয়াসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে ১৪ ও ১৫ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, জুয়া খেলার সামগ্রী, পৃথক দুই জায়গা থেকে ২২ ও ১৮ বোতল করে মোট ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহিন মিয়া (১৯), আবু রায়হান (৩৫), আবুল বাশার (৩৮), হাসান সুমন (২১), ইব্রাহিম ঈমন (২০), মাসুদ (২৮) ও রুহুল (১৯)।

এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোট চারটি মামলা রুজু হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।পরর্বতীতে এমন অভিযান চলমান থাকবে।

 

বার্তাবাজার/এস এইচ