ঢাকা জেলা উত্তর ডিবি অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ জুন) ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার (১৬ জুন) রাত ১০টা ২৫ মিনিটে ডিবি উত্তর এর উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এর একটি টিম আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মোঃ আশরাফুল হক খোকন (৪০) কে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

গ্রেফতার মোঃ আশরাফুল হক খোকন ব্রাম্মণবাড়িয়ার নাগরবাড়ি এলাকার পাইকপাড়া মহল্লার মো: নুরুল হক এর পুত্র। সে আশুলিয়া এলাকায় থেকে মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছেন ডিবি উত্তর এর ওসি।

বার্তা বাজারকে তিনি আরও জানান, ঢাকা জেলার পুলিশ সুপার এবং ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় দ্বয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল তিন কেজি গাঁজা সহ একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/জে আই