ময়মনসিংহের ভালুকায় মাজার কেন্দ্রীক অশালীন ও অসামাজিক কার্যক্রম বন্ধের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নে লেংটা পাগলা মাজারের গেইট সংলগ্ন সিডস্টোর-সখিপুর রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাচিনা ও বাটাজোর বাজার হয়ে সেকান্দর আলী মাদরাসার সামনে এসে শেষ হয়। দীর্ঘদিন যাবত অসামাজিক, অশালীন কার্যক্ষম পরিচালিত হওয়ায় এসব বন্ধের প্রতিবাদে তৌহিদী জনতা ৭ দফা দাবী জানান। পরে প্রশাসনের মধ্যস্থতায় স্থানীয় নেত্রীবৃন্দ ১৫ দিনের ভিতরে অশালীন কার্যক্রম বন্ধের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা রুহুল আমিন, মুফতি মামুনুর রশিদ, মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস আমিনী, মুফতি হাবিব জিহাদী, মাওলানা মনির হোসেন, মাওলানা আব্দুস সামাদ, মুফতি আলামিন, মাওলানা আবু বকর সিদ্দিক, প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস আব্দুর রউফসহ আলেম সমাজ ও এলাকাবাসী ।
বার্তাবাজার/এস এইচ