পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে ছয় জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলুচিস্তানের শেরানির ডানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিলো। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। এএফপি এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
সড়কের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের শেরানির ডানাসারে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে ছয় জন নিহত ও ২০ জন আহত হন। বেলুচিস্তান সরকার এই ভয়াবহ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
সম্প্রতি পাকিস্তানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। গত ২৫ আগস্ট মাকরান কোস্টাল হাইওয়েতে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে ১১ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়।
বার্তাবাজার/এসএম