ময়মনসিংহের স্থানীয় হিন্দু সমাজ ও শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে । ১৪ সেপ্টেম্বর শনিবার শহরের জাহাঙ্গীর ফিরোজ চত্বরে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন,মঠ-মন্দির ঘর-বাড়ি ভাঙ্গচুর অগ্নিসংযোগ,জায়গা-জমি দখলসহ সীমান্তে হত্যা ও অত্যাচারের প্রতিবাদে ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নে অন্তর্বতীকালীন সরকারে নিকট দাবী তুলে তা পূরণের জন্য শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া হিন্দু ধর্মাল্বি শিক্ষার্থী ময়মনসিংহ নগরীর স্থানীয় হিন্দু ধর্মাল্বী ও হিন্দু জাগরণ মঞ্চ,ময়মনসিংহ।

এসময় ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় বলেন হিন্দুদের উপর হওয়া অত্যাচার এবং মন্দির মঠ,ঘর-বাড়ি ভাঙ্গচুর লুটপাট ও সিমান্তে হত্যার ঘটনার দ্রুত বিচার এবং আসন্ন দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাই প্রসাশনের সুদৃষ্টি ও সহযোগিতা কামন করে।

এছাড়াও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষে ময়মনসিংহ ইসকনের অধক্ষ্য শ্রী অকিল চন্দ্র প্রভু ৮দফা তুলে ধরেন সংখ্যালঘু নির্যাতনের বিচারে জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। অনতিলিম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন করতে হবে। হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন এ উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ খ্রিষ্টান ধর্মীয় ট্রাষ্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। দেবোত্তর সম্পতি পুনরুদ্ধার ও সংস্কার আইন প্রনয়ণ এবং অর্পিত সম্পত্তি প্রত্যপর্ন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্তর্ভুক্ত কলেজ সমূহে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে ও প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।

সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দূর্গাপূজায় ৫দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে ছুটি প্রদান করতে হবে।


বার্তাবাজার/এস এইচ