ময়মনসিংহের ফুলপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর আয়োজন করেন ফুলপুর উপজেলা তাঁতীদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ,ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফা,বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকেলে পৌরশহরের সাহাপুর বাজারে জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বার্তাবাজার/এস এইচ