আগামী দু-এক মাসের মধ্যে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তীব্র গণআন্দোলন গড়ে তুলে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি বলেন, দেশে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বেগম জিয়াকে মিথ্যা মামলায় বন্দী এবং তারেক জিয়াকে মিথ্যা মামলায় বিদেশে রাখতে বাধ্য করা হয়েছে। অলিখিতভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করেছে।

বিএনপির এই নেতা বলেন, প্রশাসনকে নিজেদের কব্জায় নিয়ে এই সরকার যা খুশি তাই করছে। দেশের মানুষকে এক বেলা খেতে বাধ্য করছে।

দুদু বলেন, সাংবাদিকদের হত্যা করে সত্য আড়ালের চেষ্টা করলে সরকার ভুল করবে। বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে।

সমাবেশে বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই