বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রবিউল আউয়াল এবং জুলাই বিপ্লবের চেতনায় “নাতে রাসুল ও নাশিদ সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। দেশাত্মবোধক গান, গজল এবং নাশিদের সুরের ঝংকারে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং নাশিদ মিশনের শিল্পীগোষ্ঠী।
নাতে রাসুল ও নাশিদ সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী মাহমুদ হুজাইফা। শিল্পীরা মনোমুগ্ধকর কণ্ঠে “দে দে পাল তোল দে”, “ইয়া রাসুল আল্লাহ”, “ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ”, “কারার ঐ লৌহ-কপাট ভেঙে ফেল কর রেলুপাত”, “ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও দামী”, এবং “আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর” প্রভৃতি নাশিদ এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির অর্থ ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শহীদুল হক, প্রক্টর ড. মো. আব্দুল আলীমসহ আরও অনেক শিক্ষক ও শিক্ষার্থী। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মো. কাওছার আহমেদ মিজান জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের সুন্দর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত একটি সুস্থধারার ইসলামিক নাশিদ সন্ধ্যা, যা হৃদয়ে গভীর প্রশান্তি এনে দিয়েছে। একই সঙ্গে বিদ্রোহী সংগীত আমাদের বিপ্লবী মনকে আরও উজ্জীবিত করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে মুক্ত জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে বারবার আয়োজন করা উচিত। এ অনুষ্ঠান ছাত্র জনতার জুলাই বিপ্লবের স্মৃতি হয়ে থাকবে।
বার্তাবাজার/এস এইচ