বিএনপি কর্মীরা গত ১৫ বছর ধরে জেল-জুলুম, অত্যাচারে বাড়িঘরে থাকতে পারেনি।অনেকে ধানক্ষেতে আশ্রয় নিয়ে রাত্রিযাপন করেছে। তাতেও বিএনপি ধ্বংস হয়নি। এদেশের সাধারণ কৃষক, জনগণ বিএনপিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্নচর উপজেলার তোতার বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাছে আমন ধানের চারা বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
মোঃ শাহজাহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কৃষকদের জন্য আমন ধানের চারা নিয়ে এসেছি। দেশের চলমান বন্যায় নোয়াখালী অঞ্চলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভাবে সাহায্য করতে হবে।
চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন সুবর্নচর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বার্তাবাজার/এস এইচ