দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে গতকাল বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ঐ বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে স্থানীয় শহিদ মিনার সম্মুখ সড়কে শতাধিক নেতাকর্মী নিয়ে মানববন্ধনে করিয়েছে রুহুল আমিন দুলাল।

মানববন্ধনের যারা অংশ নিয়েছে তারা সকলেই দুলালের গ্রুপের নেতাকর্মী। এই মানববন্ধনে পেছন থেকে সংগঠিত করেছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম ফরাজী। বহিষ্কারের পর গতকাল সন্ধ্যায় মঠবাড়িয়া শহরের জসিম ফরাজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কিছু নেতাকর্মী। তারা এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র বলে দাবি করেন।

আরও পড়ুনঃ-

দুই ঘন্টাব্যাপি মানববন্ধনে বিএনপি নেতা আবুল কালাম আজাদ (সাবু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন ঘরামী, সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, খলিলুর রহমান খন্দকার, দুলাল সরদার, রিপন মাতুব্বরসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে রুহুল আমিন দুলালের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেন।

বার্তাবাজার/এমআই