ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক দক্ষ, অদক্ষ, পরিচ্ছন্নতাকর্মী, গাড়িচালক ও মশককর্মীদের কর্মচ্যুতি-কর্মাবসানের প্রেক্ষিতে পুনর্বহালের জন্য দাখিলকৃত আবেদনগুলো যাচাই-বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, এই কমিটি দৈনিক মজুরি ভিত্তিক দক্ষ, অদক্ষ, পরিচ্ছন্নতাকর্মী, গাড়িচালক ও মশককর্মীদের কর্মচ্যুতি-কর্মাবসানের প্রেক্ষিতে পুনর্বহালের জন্য দাখিলকৃত আবেদন যাচাই-বাছাই করবে। কমিটি দৈনিক মজুরি ভিত্তিক দক্ষ, অদক্ষ, পরিচ্ছন্নতাকর্মী, গাড়িচালক ও মশককর্মীদের পুনর্বহালের আবেদন যাচাই-বাছাই করে মতামতসহ সুপারিশ প্রদান করবে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে।

জানা গেছে, গঠিত কমিটিতে ডিএসসিসির সচিবকে আহ্বায়ক এবং সাধারণ প্রশাসন সহকারী সচিবকে সস্যস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং নিরীক্ষা কর্মকর্তা।

বার্তাবাজার/এমআই