মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে রাখতে জয়পুরহাটের পাঁচবিবিতে রাইগ্রাম ফুটবল টুর্নামেন্ট/২৪ এর ফাইনাল খেলায় বানিয়ায়াপুকুর ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে ভারাহুত ফুটবল একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে রাইগ্রাম ডিজিটাল ক্লাবের উদ্যোগে ও রায়গ্রাম যুবসমাজের আয়োজনে রায়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে আওলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ওলিউর রহমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, রুপালী ব্যাংক পিএলসি মোলামগাড়ীহাট শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, সমাজ সেবক আলেক মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, যুবদল নেতা সোহেল রানা প্রমুখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন আরমান হোসেন। তাকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম ও শাহিন আলম।

বার্তাবাজার/এস এইচ