জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভগের সহকারী অধ্যাপক মাহবুবুন নাহার, ব্যবস্থাপনা বিভগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২ বছরের জন্য তাদের নিয়োগ প্রদান করা হয়।

 আরও পড়ুনঃ–

ড. মাহবুবুর রহমান হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা মোতাবেক এবং পরবর্তী সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে আগামী ২ বছরের জন্য ‘সহকারী প্রক্টর’ হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রচলিত বিধি মোতাবেক তারা সহকারী প্রক্টর পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।

তবে এসময় সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান, যেকোন সময় কর্তব্যকর্মে নিয়োজিত হওয়া এবং অবস্থান ও বিবরণ প্রক্টরকে অবহিত করার শর্ত উল্লেখ করা হয়।


বার্তাবাজার/এস এইচ