ফুলপুরে উপজেলায় জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রাম এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে,দীর্ঘদিন থেকে গ্রামে জমির মালিকানা নিয়ে ডাঃ নুরু মিয়া ও বাহরাইন প্রবাসী হাফিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।
আজ দুপুরে রুবেল মিয়ার পক্ষ জমির বাঁশ কাটতে গেলে ডাঃ নুরু মিয়া পক্ষ বাঁধা দেয় এ নিয়ে দুই পক্ষের বাকবিতন্ডা লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে ১০ জন আহত হয়,আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায় দু’পক্ষের আহতদের মধ্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই জিয়াউল হক জানান,জমি নিয়ে বিরোধে সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়েছে।
বার্তাবাজার/এস এইচ